বাংলাদেশি নারীদের পরিস্থিতির উন্নতি হয়েছে: কানাডার হাই কমিশনার

'তলাবিহীন ঝুড়ির' অপবাদ থেকে বাংলাদেশ আজ প্রগতি ও উন্নতির দিকে এগোচ্ছে, বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 03:45 PM
Updated : 7 March 2023, 03:45 PM

বাংলাদেশে নারীদের ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে মনে করেন ঢাকায় কানাডার হাই কমিশনার লিলি নিকোল্স।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে নারীদের পরিস্থিতির উন্নতির পাশাপাশি সহিংসতা, দারিদ্র্য ও বৈষম্যসহ বিভিন্ন সূচকের অগ্রগতি ঈর্ষণীয়। ফলে পুরাতন 'তলাবিহীন ঝুড়ির' অপবাদ থেকে বাংলাদেশ আজ প্রগতি ও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।"

অনুষ্ঠানে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সাদেকা হালিম বলেন, “সমাজের নারী-পুরুষের বৈষম্য কেবলই নারীর সমস্যা নয়, বরং এই বৈষম্য বৃহত্তর সমাজের নির্মাণ এবং এটি নারী-পুরুষ সকলের যৌথ উদ্যোগে সমাধান করতে হবে।

“বাংলাদেশের একটি যথাযথ নারী নীতি রয়েছে। পাশাপাশি সমাজবিজ্ঞানের একাডেমিক পরিসরে নারী ও জেন্ডার নিয়ে যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ রয়েছে।"

অনুষ্ঠানে হাই কমিশনারের সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচিতি পর্ব ছিল।