নতুন এ ক্যাম্পাসে ৫০ হাজার শিক্ষার্থী একসঙ্গে পড়াশোনার সুযোগ পাবে। ২৫ হাজার শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা থাকবে।
Published : 16 Apr 2025, 08:10 PM
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস স্থাপনের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন এ ক্যাম্পাসের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়।
নতুন এ ক্যাম্পাসে ৫০ হাজার শিক্ষার্থী একসঙ্গে পড়াশোনার সুযোগ পাবে। ২৫ হাজার শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক ভবনের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক হল, খেলার মাঠ, উদ্যান, ক্যাফেটেরিয়া, পাঠাগার, গবেষণাগার নির্মাণ করা হবে নতুন এই ক্যাম্পাসে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, “নতুন ক্যাম্পাসের কাজ শুরু করতে পারা অত্যন্ত আনন্দের বিষয়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আমরা এই কাজ শুরু করতে পেরেছি। সকলের সহযোগিতা না পেলে এটা সম্ভব ছিল না।
“আজকের এই দিনে এনএসইউ’র স্বপ্নদ্রষ্টাদের স্মরণ করতে চাই। তাদের স্বপ্ন সফল করতে বসুন্ধরার ক্যাম্পাসের পাশাপাশি এখানে বিশ্বমানের ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”
এনএসইউর প্রকল্প পরিচালক প্রকৌশলী মুশতাক হাবিব বলেন, “২০১৬ সাল থেকে আমরা এনএসইউর নতুন ক্যাম্পাসের স্বপ্ন দেখছি। বিশ্বমানের একটি ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের কাছে আমরা দায়বদ্ধ।”
এসএনইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের পাশাপাশি কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, রেজিস্ট্রার আহমেদ তাজমীন, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।