Published : 12 Apr 2023, 07:29 PM
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহারকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার; যিনি দ্বিতীয় নারী হিসেবে এ দায়িত্বে যোগ দেবেন।
তবে তার এ নিয়োগ কার্যকর হবে আড়াই মাস পর, আগামী ১ জুলাই থেকে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যোগ দেওয়ার তারিখ থেকে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহারকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি বা পিআরএল স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এর শূন্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এর আগে ২০১২ সালে বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন নাজনীন সুলতানা।
বর্তমান ডেপুটি গভর্নর আহমেদ জামালের মেয়াদ পূর্ণ হবে আগামী ১ জুলাই। তার শূন্য পদেই যোগ দেবেন নুরুন নাহার, যিনি বর্তমানে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত।
নতুন ডেপুটি গভর্নর ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।