‘জয়া আলোকিত নারী সম্মাননা’ পেলেন ৬ নারী

“সমাজ ও পরিবারকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নারীদের অবদান অসীম,” বলেন মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 06:22 PM
Updated : 9 March 2023, 06:22 PM

সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় ছয় নারীর হাতে তুলে দেওয়া হলো ‘জয়া আলোকিত নারী সম্মাননা ২০২৩’।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মাননা প্রাপ্তরা হলেন- মুক্তিযোদ্ধা কমান্ডার আশালতা বৈদ্য, সঙ্গীত ব্যক্তিত্ব রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রাণী রসায়ন ও জিনতত্ত্ববিদ অধ্যাপক হাসিনা খান, সমাজসেবক ও শিক্ষক শেফালী বেগম, নারী উদ্যোক্তা তাসলিমা মিজি, ক্রীড়া শাখায় ব্যাডমিন্টন খেলোয়াড় এলিনা সুলতানা।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেন, “সমাজ ও পরিবারকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নারীদের অবদান অসীম। সমাজের সর্বস্তর থেকে নারীদের এ অবদানের স্বীকৃতি আসতে থাকলে তার সুফল পরিবার ও সমাজই সবার আগে পাবে।”

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, “নারীর জাগরণ, ক্ষমতায়ন ও কর্মপরিবেশ সৃষ্টিতে বর্তমান সরকার ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে।”

এই অনুষ্ঠান সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন স্টেশন আরটিভি।

অনুষ্ঠানে আরটিভি’র চেয়ারম্যান মোরশেদ আলম বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নারীর অংশগ্রহণ খুব জরুরি, কারণ বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। আরটিভি সবসময়ই সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে।”

গত ৫০ বছর ধরে এসএমসি বাংলাদেশের নারী ও শিশুদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে উল্লেখ করে অনুষ্ঠানে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান বলেন, “এসএমসি স্বাস্থ্য সেবায় যে সাফল্য অর্জন করেছে, তা দৃষ্টান্তই। তবু কিছু কিছু খাতে নারী ও শিশুর স্বাস্থ্য সেবায় বাংলাদেশ পিছিয়ে আছে, যা আমাদেরকে উদ্বিগ্ন করে। আমরা সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে সম্মাননা পদক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি ও তার স্ত্রী।