‘বেইজবাবা’ সুমন এপেক্স ম্যাভরিকের পণ্য দূত

সম্প্রতি এপেক্স- এর সোশাল মিডিয়া পেইজে ‘ম্যাভরিক সামার কালেকশন’ ক্যাম্পেইনের ভিডিও এর মাধ্যমে এই পার্টনারশিপের যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 01:13 PM
Updated : 11 March 2023, 01:13 PM

জুতা উৎপাদন ও বিপণন কোম্পানি এপেক্সের ম্যাভরিক ব্র্যান্ডের পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় বেইজ গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ (বেইজবাবা সুমন)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এপেক্স- এর সোশাল মিডিয়া পেইজে ‘ম্যাভরিক সামার কালেকশন’ ক্যাম্পেইনের ভিডিও এর মাধ্যমে এই পার্টনারশিপের যাত্রা শুরু হয়েছে।

ম্যাভরিক একটি লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড; যারা নিজেদের স্টাইলের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ করে এই ব্র্যান্ড তাদের জন্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে এপেক্স।

ম্যাভরিক-এর ব্র্যান্ড মটো হল ‘ফ্রি টু বি’, এবং তার মাধ্যমে ম্যাভরিক নিশ্চিত করে যারা নিজেকে নিজের মতো করেই সবসময় এগিয়ে নিতে চান তাদের জন্য এই পোশাক।

এতে আরও জানানো হয়, এই ক্যাম্পেইনে বাংলাদশের মিউজিক জগতের অন্যতম সেরা বেইজ গিটারিস্ট হিসেবে বেইজবাবা সুমনকে তার নিজস্ব স্টাইলেই দেখানো হয়েছে।

ম্যাভরিক ও বেইজবাবা সুমন-এর এই যাত্রার সফলতায় আশাবাদী বলে জানায় এপেক্স।