বাণিজ্য মেলায় ৬৪০০ ধরনের পণ্য নিয়ে আরএফএল

৫ হাজারের বেশি টাকার পণ্য কিনলে ঢাকা ও এর আশেপাশে মিলছে ফ্রি হোম ডেলিভারি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2023, 12:36 PM
Updated : 19 Jan 2023, 12:36 PM

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই প্যাভিলিয়নে ৬৪০০ ধরনের পণ্যের পসরা সাজিয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আরএফএল; যার মধ্যে ১২০ ধরনের নতুন পণ্যও আছে। 

মেলায় এসব পণ্যে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, তিনতলাবিশিষ্ট ১২ ও ১৩ নম্বর ‘আরএফএল প্যাভিলিয়ন’ এরইমধ্যে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের জায়গা হয়ে উঠেছে। প্রথম তলায় স্থান পেয়েছে গৃহস্থলি, স্টেশনারি, মেলামাইন, ছোট খেলনা, কিচেনওয়্যার, মেডিকেল এক্সেসরিজ। দ্বিতীয় তলায় মিলছে ফার্নিচার, বড় খেলনা ও সাইকেল। এছাড়া ক্যাবলস, পাইপ ফিটিংসসহ যাবতীয় নির্মাণ সামগ্রী মিলছে প্যাভিলিয়নের তৃতীয় তলায়।  

৫ হাজারের বেশি টাকার পণ্য কিনলে ঢাকা ও এর আশেপাশে ফ্রি হোম ডেলিভারির সুবিধাও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “প্রতিটা বাণিজ্য মেলাতে আরএফএল এর পণ্যের প্রতি দর্শদের অন্যরকম আগ্রহ থাকে। এ আগ্রহ মাথায় রেখে আমরা আরএফএলের পণ্যসমূহ মেলায় প্রদর্শন করি। এ বছর মেলাতে হোম অ্যাপ্লায়েন্স, প্লাস্টিক গৃহাস্থলী পণ্য, বাইসাইকেল ও বাচ্চাদের খেলনার চাহিদা সবচেয়ে বেশি।”