পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে কাঠের দরজা ও ফ্রেম রপ্তানি শুরু করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল।
আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের কারখানা থেকে প্রটেক্টর ব্র্যান্ডের কাঠের দরজা ও ফ্রেমের প্রথম চালান সম্প্রতি জিবুতির উদ্দেশে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, “ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার কারণে দেশের বাজারে গ্রাহকদের কাছে বিশাল একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে প্রটেক্টর ব্র্যান্ডের কাঠের দরজা ও ফ্রেম। এখন আমাদের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশেও কাঠের দরজা পৌঁছে দেওয়া”।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “মানসম্মত পণ্য উৎপাদন করতে পারলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের উৎপাদিত পণ্য খুব ভাল করবে। আমাদের বর্তমান লক্ষ্য দেশের বাজারে ভোক্তাদের জন্য যেসব পণ্য উৎপাদন ও বাজারজাত করা হয়, সেসব পণ্যের সবটাই পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে রপ্তানি করা।”