সাভার শিল্পনগরীতে সিইটিপি পুরোদমে সক্রিয় হলে চামড়ার রপ্তানি বাজার ঘুরে দাঁড়াতে পারবে, ঢাকায় চামড়া খাত নিয়ে এক সেমিনারে আশাবাদ।
Published : 23 Jul 2023, 07:46 PM
চামড়া রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে আলাদা উন্নয়ন বোর্ড গঠনের দাবি উঠেছে এ খাত সংশ্লিষ্ট এক সেমিনারে।
রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ট্যানারিজ: টুওয়ার্ডস কমপ্লায়েন্স’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ উন্নয়ন বোর্ড হতে পারে বলে প্রস্তাব দেন।
এমন একটি বোর্ড গঠনের প্রস্তাব নিয়ে সরকারের মধ্যেও আলোচনা চলছে বলে সেমিনারে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান তিনি।
বাংলাদেশ লেবার ফাউন্ডেশন ও দি এশিয়া ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বর্তমানে চামড়া খাতের পিছিয়ে থাকার বিষয়ে সাভার শিল্পনগরীতে ট্যানারির বর্জ্য ব্যবস্থাপনায় সিইটিপি পুরোপুরি চালু না হওয়ার বিষয়টি জোরালোভাবে আলোচনায় উঠে আসে।
শিল্পনগরীর সিইটিপি নাজুক অবস্থায় রয়েছে দাবি করে বিটিএ সভাপতি শাহীন আহমেদ বলেন, সিইটিপি একটি কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়। যেটির পর্ষদে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি রয়েছেন। বিসিক চেয়ারম্যান পদাধিকার বলে এ পর্ষদের প্রধান।
তবে পর্ষদের অন্য সদস্যদের কোনো প্রস্তাব মানা হয় না। অভিযোগ করে এ পর্ষদের সদস্য শাহিন বলেন, "যদি বোর্ড সদস্যদের প্রস্তাব বিবেচনায় না নেওয়া হয় তাহলে পদত্যাগ করব।"
এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান বলেন, শিল্পনগরীর সিইটিপি আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে শিল্প মন্ত্রণালয়। প্রাথমিকভাবে আন্তর্জাতিক পযার্য়ের স্বীকৃত ব্রোঞ্জ মানে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, দুই বছরের মধ্যে তা স্থায়ীভাবে আন্তর্জাতিক সনদ লাভ করতে পারবে। এজন্য একটি কারিগরি টিম গঠন করা হয়েছে।
এটির প্রতিবেদনের ভিত্তিতে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে সিইটিপির অসমাপ্ত কাজ সম্পন্ন করতে দায়িত্ব দেওয়া হবে। বেসরকারি প্রতিষ্ঠানটির সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করেননি।
যুগ্ম সচিব জানান, চুক্তি হলে বেসরকারি প্রতিষ্ঠানটি ছয় মাস সময় নিয়ে সিইটিপি আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারবে বলে জানিয়েছে।
সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের দীর্ঘ দিন বাদেও চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের নির্মাণ করা সিইটিপি এখনও শতভাগ কার্যকর হয়নি। বর্জ্য পরিশোধন কাঙ্ক্ষিত মানের না হওয়ায় পরিবেশ দুষণের অভিযোগে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) বাংলাদেশের চামড়া রপ্তানির উপর এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর প্রভাব পড়ছে রপ্তানিতে।
সিইটিপি পুরোদমে সক্রিয় হলে চামড়ার রপ্তানি বাজার ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করছেন সেমিনারে অংশ নেওয়া সবাই।
বাণিজ্য সচিব তপন কান্তি বলেন, "চামড়ার মতো সম্পদ থাকার পরেও আমরা তা কাজে লাগাতে পারছি না। তৈরি পোশাক খাত দাঁড়িয়েছে, কিন্তু তার চেয়ে বেশি সম্ভাবনাময় হচ্ছে চামড়া খাত।”
সিইটিপির বিষয়ে তিনি বলেন, এজন্য রপ্তানি বাজার বাঁধাগ্রস্ত হচ্ছে। বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ) আগ্রহ দেখিয়েছে সিইটিপি আন্তর্জাতিক মানে উন্নীত করে দিতে। বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এটি হলে বিসিকের কাছ থেকে তা বেপজার কাছে চলে যেতে পারে।
তবে তারা অধিগ্রহণ করলে ব্যবসায়ীদের ব্যবস্থাপনা খরচ বেড়ে যাবে বলেও মনে করেন তিনি।
সিইটিপি পুরোদমে সক্রিয় হলে বাংলাদেশের চামড়ার রপ্তানি বাজার ১০ গুণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আবু ইউসুফ।
সাভারে ট্যানারি স্থানান্তর করতে গিয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে তিনি মূলধন বাড়াতে ট্যানারি উদ্যোক্তাদের বিনে সুদে ৫০০ কোটি টাকার ঋণ দেওয়ার প্রস্তাব করেন।
এসময় বাণিজ্য সচিব বলেন, ঋণ বিনে সুদে হয় না। সরকার আলোচনা করছে স্বল্প সুদে দেওয়া যায় কি না।
সেমিনারে চামড়া খাতের উন্নয়নে চামড়া শিল্প কর্তৃপক্ষ আইন তৈরির কাজ চলছে জানিয়ে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান বলেন, আইনে বলা থাকবে চামড়া খাত বাণিজ্য না শিল্প মন্ত্রণালয় বা ভিন্ন কোনো মন্ত্রণালয়ের অধীনে যাবে। এটি এ খাতের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
সেমিনারের সহ আয়োজক এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টাটিভ কাজী ফয়সাল বিন সিরাজ আন্তর্জাতিক সনদ পেতে সিইটিপি পুরোপুরি সচলের পাশাপাশি ব্যবসায়ীদেরও শ্রম পরিবেশ, শ্রমিকদের জীবনমান ও কর্মক্ষেত্রে পরিবেশের মান উন্নয়নের তাগিদ দেন।