কিশোর-কিশোরীরা এভাবে মাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা লেনদেন করতে পারবে।
Published : 14 Oct 2023, 02:21 AM
বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট এখন খুলতে পারবে ১৪ থেকে ১৮ বছর বয়সীরাও। এক্ষেত্রে সেই শিশুকে অভিভাবকের এমএফএস হিসাবের সঙ্গে ‘লিংকড’ হিসাব পরিচালনা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক পরিপত্রে বলেছে, অপ্রাপ্ত বয়সীরা কোনও এজেন্ট থেকে ‘অ্যাড মানি’ করতে পারবে না; কেবল অভিভাবকের হিসাব থেকে অর্থ যোগ করতে পারবে।
কিশোর-কিশোরীরা এভাবে মাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা লেনদেন করতে পারবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
এমন হিসাব খুলতে চাইলে-
> ১৪-১৮ বছর বয়সী নবীন ও তাদের অভিভাবককে বাংলাদেশের নাগরিক হতে হবে।
> নবীনদের জন্মসনদ ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। অভিভাবকের এমএফএস হিসাব থাকতে হবে।
> নবীনদের হিসাব খুলতে অভিভাবকের অবশ্যই সম্মতি নিতে হবে।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: