সপ্তাহে তিন দিন করে চীনের দক্ষিণের এ বাণিজ্য শহরে ফ্লাইট চালাবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।
Published : 07 Aug 2023, 10:18 PM
চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর চীনের গুয়াংজু রুটে আবার ফ্লাইট চালাতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; ইতোমধ্যে টিকেট বিক্রিও শুরু হয়েছে।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের দক্ষিণের এ বাণিজ্য শহরে যেতে টিকেটে বিশেষ ছাড়ও মিলছে। ঢাকা থেকে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাতে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পরদিন ভোর ৪টায়।
অপরদিকে গুয়াংজু থেকে প্রতি শুক্র, সোম ও বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।
এ রুটে সবশেষ মার্চে চলেছিল বিমান বাংলাদেশের ফ্লাইট। ২০২২ সালের ১৮ অগাস্ট চীনের দক্ষিণের এ বাণিজ্যকেন্দ্রে সরাসরি ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ। আট মাস যেতে না যেতেই মার্চে তা বন্ধ হয়ে যায়।
এ রুট বন্ধ থাকা প্রসঙ্গে গত ২২ মে সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, “গুয়াংজু রুটের বিষয়টি অপারেশনাল ইস্যু। চীন স্লট দিচ্ছে। কিন্তু আমরা নিচ্ছি না। ফ্লাইট অপারেট করার জন্য স্লট ভিন্ন সময়ে নিলে তো হবে না। যে সময়ে আমার স্লট প্রয়োজন, সে স্লট তারা দিতে পারছে না।
“বিমানের ক্ষতি হয় এমন সময়ে স্লট নিয়ে তো লাভ নেই। এ কারণেই গুয়াংজু রুটে বিমান চলাচল বন্ধ আছে।”
সোমবার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ সেপ্টেম্বর প্রথম ফ্লাইট বিজি৩৬৬ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাবে রাত ১০টা ২০ মিনিটে। বিশেষ ছাড়ে এ রুটের টিকেট বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপ, বিমানের যে কোনো বিক্রয়কেন্দ্র, কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে কেনা যাবে।
বিমানের ওয়েবসাইট ও অ্যাপ থেকে টিকেট কেনায় প্রমোকোড ব্যবহারে মূল ভাড়ার উপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে।
এতে বলা হয়েছে, ঢাকা- গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ৩০ হাজার ৬৭০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটসহ সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০ হাজার ৫৩৯ টাকা থেকে।
চীনের গুয়াংজুর পথে বিমানের ফ্লাইট ১৮ অগাস্ট থেকে
ফের ঢাকা-নারিতা ফ্লাইট: রাস্তায় নেমে ‘হাঁটতে শিখতে’ চান বিমানের এমডি
অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৪ হাজার ১৫৭ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৪৮ হাজার ৯১১ টাকা থেকে।
এ রুটে এখন দেশি বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ও চীনের চায়না সাউদার্ন এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।