ঢাকা থেকে গুয়াংজু যেতে পৌনে ৪ ঘণ্টার মতো সময় লাগবে।
Published : 16 Aug 2022, 08:46 PM
ঢাকা থেকে চীনের গুয়াংজুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ অগাস্ট।
এরইমধ্যে বিমানের ওয়েবসাইট ও এজেন্টরা গুয়াংজু ফ্লাইটের টিকেট বিক্রি শুরু করেছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিমান জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। এ সময় ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এছাড়া বিমান এমডি ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।
রাষ্ট্রদূত চীনে বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বৃদ্ধির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দক্ষিণ চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র গুয়াংজুতে বাংলাদেশি ব্যবসায়ীদের যাতায়াত রয়েছে। ঢাকা থেকে গুয়াংজু যেতে পৌনে ৪ ঘণ্টার মতো সময় লাগবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ অগাস্ট বেলা ১১টায় গুয়াংজুর উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বিমানের ফ্লাইট বিজি ৩৬৬। চীনের স্থানীয় সময় বিকাল পৌনে ৫টায় ওই ফ্লাইট গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
“ফিরতি ফ্লাইট বিজি ৩৬৭ গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৮টায় উড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৯টায়।”
যাত্রীদের বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইট ও বিমানের ওয়েবসাইটে গিয়ে হালনাগাদ ভ্রমণ নির্দেশনা অনুসরণ করতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।