হামদর্দের বিপণন বিভাগের প্রায় দুই হাজার কর্মীর অংশগ্রহণে এ সম্মেলন হয়।
Published : 18 Feb 2024, 08:01 PM
পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের বার্ষিক বিপণন সম্মেলন-২০২৩ ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামদর্দ জানায়, ১৫ ফেব্রুয়ারি তাদের বিপণন বিভাগের প্রায় দুই হাজার কর্মীর অংশগ্রহণে এ সম্মেলন হয়।
হামদর্দের বিপণন বিভাগের পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কোম্পানির নতুন পণ্য এইচ-মরিঙ্গা এবং হজমী ট্যাব বি স্টার স্ট্রিপ প্যাকের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
এছাড়া বিপণন কার্যক্রম নিয়ে বিশ্লেষণ ও অণুপ্রেরণামূলক তথ্যচিত্র এবং কর্মীদের কর্মক্ষমতা বা পারফরমেন্স পুরস্কার দেওয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র পরিচালক আনিসুল হক, উৎপাদন বিভাগের পরিচালক বশির আহম্মদ, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক আবদুল মজিদ, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক আবদুল হক, বিপণন বিভাগের উপ-পরিচালক আবুল তৈমুর চৌধুরী।
সম্মেলন শেষে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।