‘উপায়’ এবং ট্যাং গত ৭ মার্চ থেকে ২ মে যৌথভাবে এই মেগা ক্যাম্পেইন পরিচালনা করে।
Published : 27 Oct 2022, 11:29 AM
মোবাইলে আর্থিক সেবার কোম্পানি ‘উপায়’ এবং পানীয় ‘ট্যাং’ এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘রমজান মেগা’ ক্যাম্পেইনের প্রথম পুরস্কার জয়ী পেয়েছেন গাড়ি; আরও সাত বিজয়ী পেয়েছেন মোটরসাইকেল।
রাজধানীর হোটেল লেকশোরে বুধবার এক অনুষ্ঠানে বরিশালের হাফিজ মো. বিল্লাল হোসেনের হাতে তুলে দেওয়া হয় রেনো গাড়ির চাবি।
‘ইউনাইটেড কমার্শিয়াল’ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, ‘ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ এবং ‘মন্ডেলেজ ইন্টারন্যাশনালের’ কান্ট্রি হেড জাহিদ আলম খান প্রথম পুরস্কার জয়ী হাফিজ মো. বিল্লাল হোসেনের হাতে গাড়ির চাবি তুলে দেন।
‘মেগা ক্যাম্পেইনের’ আরও সাত বিজয়ীর কাছেও মোটরসাইকেল হস্তান্তর করা হয় এ অনুষ্ঠানে।
‘উপায়’ এবং ট্যাং গত ৭ মার্চ থেকে ২ মে পর্যন্ত যৌথভাবে এই মেগা ক্যাম্পেইন পরিচালনা করে।
এর আওতায় একজন গ্রাহক ট্যাংয়ের প্যাকেট কিনে ৬ ডিজিটের একটি প্রোমো কোড ব্যবহারের মাধ্যমে লেনদেন করেছেন। লেনদেনের ভিত্তিতে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড, স্মার্টফোন, মোটরসাইকেল এবং গাড়ি জেতার সুযোগ ছিল।