“ক্রিকেট ও বাংলাদেশি তরুণদের মধ্যে এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে,” বলেন এলেন চেন।
Published : 22 Jan 2024, 08:58 PM
‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা জানিয়েছে স্মার্টফোন কোম্পানি রিয়েলমি।
এ ক্যাম্পেইনে সামির নামের একজন সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার জিতেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিয়েলমির স্মার্টফোন কিনে লটারির মাধ্যমে কোম্পানিটির সি সিরিজের মোবাইল ফোন পুরস্কার হিসেবে পেয়েছেন ২০ জন। তারা পেয়েছেন সি ৫৫, সি ৫৩, সি ৫১, সি ৩০ ও সি ৩০ মডেলের ফোন।
লাখ টাকার বিজয়ী সামির বলেন, “এক লাখ টাকা পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আবেগকে রিয়েলমি যেভাবে তুলে এনেছে, তা দেখে আমি অভিভূত।”
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে গত বছর ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইন পরিচালিত হয়।
রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এলেন চেন বলেন, “রিয়েলমি এমন একটি টেক ব্র্যান্ড হতে চায়, যা তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের টেক-চাহিদা আরো ভালোভাবে বুঝে তা পূরণ করতে সক্ষম। ক্রিকেট ও বাংলাদেশি তরুণদের মধ্যে এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে উপলব্ধি করে রিয়েলমি।”