Published : 24 Oct 2023, 06:25 PM
চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দ্বিতীয় রি-রোলিং মিল স্থাপনে দেশের শীর্ষ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএমকে প্রায় দুই হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগি সংস্থা (জাইকা), স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক এবং ভারতীয় এক্সিম ব্যাংকসহ বেশ কয়েকটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান।
সম্প্রতি ঢাকার ওয়েস্টিন হোটেলে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই ঋণের জন্য একটি চুক্তি সম্পাদিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসআরএম।
বিএসআরএম জানায়, জাইকা এবং ইডকোলের বড় অংশীদার ছাড়াও ভারত এক্সিম ব্যাংক, বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দেশীয় ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক এবং দ্য সিটি ব্যাংক এই প্রকল্পে যৌথভাবে এই ঋণ দিবে।
চুক্তিতে বিএসআরএমের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন। আর ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষে প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে জাপান দূতাবাসের প্রতিনিধি তাতসুইয়া মচিদা, জাইকা‘র প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের ইজাজ বিজয়, ইডকোলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ এবং মেঘনা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হোসেনসহ আরও অনেকে উপস্থতি ছিলেন।
বিএসআরএম জানায়, মোট ঋণের মধ্যে বাংলাদেশি মুদ্রায় যোগান দেওয়া হবে ৮০০ কোটি টাকা। আর এর সঙ্গে দেওয়া হবে ১০ কোটি ৮০ লাখ ডলার। সবমিলিয়ে মোট ঋণের পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।
বিএসআরএম এর নতুন এই রি-রোলিং মিলে বার্ষিক আড়াই লাখ টন বিলেট, ৫ লাখ টন রিবার ও ১ লাখ টন ওয়্যার রড উৎপাদিত হবে। নতুন রোলিং মিলের ছাদে অবস্থিত সৌর বিদ্যুৎ থেকেও বছরে ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।