মেঘনা গ্রুপের ৭ কারখানা উদ্বোধন

এসব কারখানায় প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2022, 05:45 PM
Updated : 20 Nov 2022, 05:45 PM

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মধ্যে মেঘনা গ্রুপের ৭টি কারখানা আছে।

রোববার ভার্চুয়ালি উদ্বোধন হওয়া ৫০টি কারখানার মধ্যে ১৪টি অবস্থিত মেঘনা গ্রুপ প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলে। এর মধ্যে ৭টি কারখানা বিদেশি মালিকানাধীন, বাকি ৭টি মেঘনা গ্রুপের মালিকানাধীন বলে মেঘনা গ্রুপ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

৭ কারখানায় ইতোমধ্যে ৫৫ কোটি ডলার বিনিয়োগের কথা উল্লেখ করে মেঘনা গ্রুপ জানিয়েছে, এসব কারখানায় প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

উদ্বোধনকালে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বেজা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. আলী আহসান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।