“এতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অপরদিকে ক্যাশলেস লেনদেনও বৃদ্ধি পাবে,” বলেন সাফায়েত।
Published : 27 Feb 2024, 05:43 PM
সুপ্রিম কোর্ট বারের ফি দিতে লাইনে দাঁড়ানোর যে ঝক্কি পোহাতে হয় আইনজীবীদের, তা এড়ানোর সুযোগ এনেছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা কোম্পানি ‘নগদ’।
এ বিষয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সঙ্গে নগদ চুক্তি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নগদ জানিয়েছে, চুক্তিতে নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক সাফায়েত আলম ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল স্বাক্ষর করেন।
সাফায়েত আলম বলেন, “সরকারের ক্যাশলেস সোসাইটি গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নগদ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাথে চুক্তি করেছি।
“এখন বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যরা চাইলেই মুহূর্তে তাদের যেকোনো ফি নগদের মাধ্যমে যেকোনো জায়গা থেকে প্রদান করতে পারবেন। ফলে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অপরদিকে ক্যাশলেস লেনদেনও বৃদ্ধি পাবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, নগদ লিমিটেডের চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ শাবাব আহমেদ উপস্থিত ছিলেন।