সিরামিক এক্সপোর প্লাটিনাম স্পন্সর ডিবিএল সিরামিকস

প্রদর্শনীতে বিশ্ব মানের নতুন টাইলসও প্রদর্শন করে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2022, 03:46 PM
Updated : 26 Nov 2022, 03:46 PM

ঢাকায় তিন দিনের সিরামিক পণ্য প্রদর্শনী শেষ হয়েছে শনিবার; যে আয়োজনের প্লাটিনাম স্পন্সর ছিল ডিবিএল সিরামিকস।

সিরামিক শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনীর আয়োজন করে।

বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতার পাশাপাশি অংশও নেয় ডিবিএল সিরামিকস বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

প্রদর্শনীতে বিশ্ব মানের নতুন নতুন টাইলস প্রদর্শনের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রার শুরু থেকেই কোম্পানির চেষ্টা ছিল উন্নত প্রযুক্তি ব্যবহার করে পণ্যগুলোকে আরও বৈচিত্র্যভাবে তৈরি করা। খুব কম সময়ের মধ্যে ক্রেতারা ডিবিএল সিরামিকসের প্রতি আস্থাশীল হয়ে উঠেছেন।

এক্সপোতে আয়োজিত অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. এ. কাদের অনু এবং ডিবিএল সিরামিকসের হেড অব অপারেশনস বায়েজিদ বাশার উপস্থিত ছিলেন।

দেশজুড়ে ডিবিএল সিরামিকসের ছয়টি এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার আছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে নিজস্ব অর্থায়নে অ্যাডভান্সড সিরামিকস নিয়ে কাজ করছে ডিবিএল সিরামিকস। এর মাধ্যমে আধুনিক ইউরোপিয়ান প্রোডাকশন টেকনোলজি সমৃদ্ধ দেশের বৃহত্তম সিরামিক উৎপাদক হওয়ার স্বপ্ন দেখছে ডিবিএল সিরামিকসের উদ্যোক্তারা।“