Published : 08 Oct 2022, 11:44 PM
এ বছরও অনলাইন শপিং উৎসব ‘১০-১০’ শুরু করছে দেশের অন্যতম প্রধান মোবাইল আর্থিক সেবা কোম্পানি বিকাশ।
গত ৫ বছরের মত এবারও ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলা এ উৎসবে ইনস্ট্যান্ট ১০ শতাংশ ক্যাশব্যাক মিলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিকাশ জানায়, এ উৎসবে দেশের ৩০টি জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম থেকে একদিনে সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। অফার চলাকালীন ক্যাশব্যাক মিলবে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত।
আজকের ডিল, সেবা এক্সওয়াইজেড, বাটা, স্টার টেক, পাঠাও লিমিটেড, সারা লাইফস্টাইল, দর্জিবাড়ি, বাংলা শপার্সসহ ৩০টি অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম থেকে পণ্য কেনার সময় বিকাশে পেমেন্টে এই অফার উপভোগ করা যাবে।
গ্রাহকরা বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে অফারগুলো উপভোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, “ডিজিটাল অর্থ যেন গ্রাহকরা ডিজিটাল পদ্ধতিতেই খরচ করে অনায়াসে ও নিরাপদে অনলাইন কেনাকাটা করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ।
"১০-১০ ক্যাম্পেইন সফল ও জনপ্রিয় করতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।”