Published : 05 Mar 2024, 10:48 PM
বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি-বার্লিনে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ উদ্বোধন করেছেন পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
তিন দিনের এ মেলার উদ্বোধনী দিনে মঙ্গলবার জার্মানির বার্লিনে প্যাভিলিয়নটি উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের রিভারাইন ট্যুরস, ট্রাভেল কাইটস, অতার্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হিলভিউ ট্যুরিজম, এ ওয়ান ট্যুরিজম, এসকেপ বাংলাদেশ এবং গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। তারা মেলায় আগত বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের পর্যটন নিয়ে বিভিন্ন অফার ও প্যাকেজ তুলে ধরছে।
প্যাভিলিয়ন উদ্বোধনের সময় মন্ত্রী ফারুক খান বলেন, “বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রচারের মাধ্যমে আমাদের পর্যটন পণ্যগুলো বিশ্বের কাছে যথাযথ ভাবে তুলে ধরতে হবে।
“আন্তর্জাতিক পর্যটন মেলাগুলো আমাদের পর্যটন পণ্য ও সেবা বিশ্বের কাছে তুলে ধরার জন্য একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বাংলাদেশের এ ধরনের মেলায় অংশগ্রহণের মাধ্যমে আরো বেশি সংখ্যক বিদেশি পর্যটক আকর্ষণ করার সুযোগ সৃষ্টি হবে।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম।