দেশের ১২টি ট্রাফিক পয়েন্টে ইফতার বিতরণ করবে ইসলামী ব্যাংক

ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় পুরো রোজায় এই কর্মসূচি চলবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 01:54 PM
Updated : 28 March 2023, 01:54 PM

রমজান মাসে দেশের মোট ১২টি ট্রাফিক পয়েন্টে লক্ষাধিক পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার সর্মসূচি নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, মঙ্গলবার ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও জে কিউ এম হাবিবুল্লাহ, যুগ্মব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও মো. মাকসুদুর রহমান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় রমজান মাস জুড়ে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আরও ১১টি ট্রাফিক পয়েন্টে একইভাবে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।