“দেশের ইলেকট্রনিক্স পণ্যের সিংহভাগ ক্রেতাই ওয়ালটন পণ্যের প্রতি আস্থা রাখছেন,” বলেন দিদারুল আলম খান।
Published : 05 Feb 2024, 07:03 PM
কোম্পানির প্রবৃদ্ধির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৩৮১ জনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
সম্প্রতি ওয়ালটন কর্পোরেট অফিসে তাদেরকে পুরস্কৃত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম মাহবুবুল আলম ও পরিচালক নিশাত তাসনিম শুচি।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং কর্পোরেট সেলস অ্যান্ড ডেভলপমেন্ট নেটওয়ার্কের বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের সদস্যরা।
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান বলেন, “দেশের ইলেকট্রনিক্স পণ্যের সিংহভাগ ক্রেতাই ওয়ালটন পণ্যের প্রতি আস্থা রাখছেন। এর অন্যতম প্রধান কারণ ওয়ালটন পণ্যে আইওটি (ইন্টারনেট অব থিংস), ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তিসহ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যবহার।“
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটনের এএমডি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান, নজরুল ইসলাম সরকার ও জিয়াউল আলম, ডিএমডি হুমায়ুন কবীর।