তার পদত্যাগপত্র ব্যাংকের পর্ষদ গ্রহণ করেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
এখন থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ‘প্রায়োরিটি গ্র্যান্ডে’ প্রোগ্রামের সদস্যরা চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল থেকে একটি বার্ষিক কমপ্লিমেন্টারি এক্সিকিউটিভ হেলথ চেক-আপ প্যাকেজের সুবিধা গ্রহণ করতে পারবেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানায়, এই ব্যাংক এবং এভারকেয়ারের মধ্যে চুক্তির একটি অংশ হিসেবে ব্যাংকটির ওই প্রোগ্রামের সদস্যদেরকে এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
এই হেলথ চেক-আপ প্যাকেজটিতে ওই প্রোগ্রামের আওতাভুক্ত সদস্যরা চিকিৎসকদের পরামর্শ সেবা থেকে শুরু করে প্রয়োজনীয় ডায়াগনস্টিক সেবাও পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রায়োরিটি গ্র্যান্ডে’ অফার হল ব্যাংকটির ‘প্রায়োরিটি সেগমেন্ট’র একটি এক্সটেনশন।
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের প্রথম ৪৭০ শয্যার মাল্টি-ডিসিপ্লিনারি সুপার-স্পেশালিটি, টারশিয়ারি কেয়ার হাসপাতাল।