সিরাজগঞ্জের কাজীপুরের কয়েকটি ইউনিয়ন ও চরাঞ্চলের কৃষকদের এ ঋণ দেওয়া হয়েছে।
Published : 14 May 2023, 08:33 PM
সিরাজগঞ্জে দেড় হাজারের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে স্মার্টকার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক।
জেলার শহীদ এম মনসুর আলী মিলনায়তনে সম্প্রতি কাজীপুর উপজেলার কয়েকটি ইউনিয়ন ও চরাঞ্চলের কৃষকদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয় বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী, পৌরসভা মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেফাজ উদ্দিন উপস্থিত ছিলেন।