এ্যাকোয়া পেইন্টসের কারখানা ঘুরে দেখলেন শিক্ষার্থীরা

কারখানা পরিদর্শনের সময় তাদের পেইন্টস শিল্পে ক্যারিয়ার সম্পর্কে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 03:28 PM
Updated : 8 Nov 2023, 03:28 PM

শিক্ষা সফরের অংশ হিসেবে এ্যাকোয়া পেইন্টসের কারখানা ঘুরে দেখেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল।

সম্প্রতি এ কারখানা পরিদর্শনের সময় শিক্ষার্থীদের পেইন্টস শিল্পে ক্যারিয়ার গড়ার বিভিন্ন তথ্য তুলে ধরেন গ্রুপ ডিরেক্টর শায়ান সিরাজ এবং ফ্যাক্টরি ইডি এসএম আহসানুল করিম।

কোম্পানিটি বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, কোম্পানির হেড অব সেলস মো. মিনহাজ উদ্দিন তালুকদার পেইন্টস শিল্প এবং পণ্য প্রক্রিয়াজাতকরণের উপর একটি প্রেজেন্টেশন দেন। শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন।

গ্রুপ ডিরেক্টর শায়ান সিরাজ বলেন, “তরুণদের উৎসাহিত করার ব্যাপারে এ্যাকোয়া পেইন্টস সর্বদা এগিয়ে আসে। শিক্ষা ও শিল্পের মাঝে সংযোগ স্থাপনের জন্য এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করে।”

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মতিউর রহমান শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদানের জন্য কোম্পানিটির কর্মকর্তাদের ধন্যবাদ দেন।