বিজ্ঞপ্তিতে বলা হয়, “ক্রেতারা ২০ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত এ সুবিধা পাবেন।”
Published : 23 Feb 2025, 10:20 PM
আসন্ন ঈদ উৎসব ঘিরে ডিজিটাল প্রচারাভিযান শুরু করেছে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘মার্সেল।
এর সুযোগ নিয়ে ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন বলে রোববার মার্সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ক্রেতারা ২০ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত এ সুবিধা পাবেন।”
মার্সেল বলছে, ক্যাম্পেইনের আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের পণ্য কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা।
“এর বাইরে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহারও পাবেন ক্রেতারা।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতারা দেশের যেকোনো শোরুম থেকে পণ্য কেনার সময় তার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর ক্রেতার দেওয়া মোবাইল ফোন নম্বরে মার্সেল থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। সংশ্লিষ্ট শোরুম ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দেবে।
মার্সেলের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক।
ক্যাম্পেইনের ২২তম সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হেড অব বিজনেস মতিউর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক নর্থ জোনের ইনচার্জ কুদরত ই খুদা ও সাউথ জোনের ইনচার্জ নুরুল ইসলাম রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল এবং অভিনেতা ইরফান সাজ্জাদ।