এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।
Published : 23 Feb 2025, 01:10 PM
মুন্সীগঞ্জের জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিক্ষার্থীরা দৌড়, মেমোরি টেস্ট, অংক দৌড়, কক ফাইট, ঝুড়িতে বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন খেলায় অংশ নেয়।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান; যেখানে নাচ, গান, কবিতা আবৃত্তি, যাদু প্রদর্শনী ও ফ্যাশন শোতে অংশ নেয় মিশুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সারওয়াত রেজা।
জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, স্কুলের পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, আব্দুল আহাদ ও সোলাইমান কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।