সম্মেলনে চলতি বছর নতুন নতুন মডেলের এবং ফিচারের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।
Published : 18 Jan 2025, 08:15 PM
দেশজুড়ে ‘ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের’ সঙ্গে যুক্ত সহস্রাধিক ব্যবসায়িক অংশীদার সংশ্লিষ্টদের নিয়ে ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন করেছে ওয়ালটন।
সম্মেলনে ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
শনিবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলন থেকে ব্র্যান্ডের প্রতি ক্রেতার আস্থা বজায় রাখা, পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগী বিপণন কৌশল প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে সরবরাহকারীদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।
এসময় চলতি বছর নতুন নতুন মডেলের সর্বোচ্চ বিদ্যুৎসাশ্রয়ী, পরিবেশবান্ধব, সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তা ওয়ালটন হাই-টেক পার্কে আসেন। এসময় তারা ওয়ালটনের ‘ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস’ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলমের সভাপতিত্বে সম্মেলনে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জিয়াউল আলম, এএমডি ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি প্রকৌশলী লিয়াকত আলী ও ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
সম্মেলনে ২০২৪ সালে বিক্রয় বৃদ্ধিতে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ১৭৩ জনকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য শেষ হয় সম্মেলন।