এপ্রিলের শেষ দিন পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে কোম্পানি করদাতারা।
Published : 12 Mar 2025, 05:46 PM
জুলাই-অগাস্টের আন্দোলন ও সংঘাতের ধাক্কায় সরকারের প্রত্যাশা অনুযায়ী কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন জমা না পড়ায় আরেক দফায় সময় বাড়ানো হয়েছে দেড় মাস।
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বুধবার এক আদেশে সময় বাড়ানোর কথা জানিয়ে বলেছে, আগামী এপ্রিলের শেষ দিন পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে কোম্পানি করদাতারা।
এর আগে কোম্পানি করদাতাদের ক্ষেত্রে ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কর দিবস বা রিটার্ন জমার শেষ দিন নির্ধারণ করা হয়েছিল চলতি মার্চ মাসের ১৬ তারিখ।
মঙ্গলবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় রিটার্ন কম জমার তথ্য দিয়েছিলেন চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সাধারণত যে পরিমাণ কোম্পানি করদাতা রিটার্ন দেন, তার তিন ভাগে এক ভাগ রিটার্ন জমার তথ্য দিয়ে তিনি সেদিন ফের সময় বাড়ানোর প্রস্তাব পাওয়ার কথা বলেছিলেন।
এর আগে তিন দফায় রিটার্ন জমার মেয়াদ বাড়ানো হয়। ব্যক্তিশ্রেণীর করদাতাদের রিটার্ন জমার সময় ১৬ ফেব্রুয়ারির পর আর না বাড়ালেও কোম্পানির ক্ষেত্রে সময় আবারো বাড়ল।
চলতি করবর্ষের জন্য প্রথমে এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় মাস বাড়িয়ে ১৫ জানুয়ারি, পরে আরও এক মাস বাড়িয়ে পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়। এরপর সবশেষ আদেশে ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ মার্চ করা হয়েছিল। এবার তা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল।