তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগে হাই কোর্টের আদেশ বহাল থাকবে।
Published : 12 Nov 2024, 01:23 PM
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিসিভার নিয়োগে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগে হাই কোর্টের আদেশ বহাল থাকবে।
রিসিভার নিয়োগ প্রশ্নে হাই কোর্ট যে রুল জারি করেছিল, দুই সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তি করতে হাই বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন কোর্ট বেঞ্চকে দায়িত্ব দিয়েছে আপিল বিভাগ।
বেক্সিমকোর আপিল শুনানি নিয়ে বিচারপতি বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্ব তিন বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
বেক্সিমকোর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফিদা এম কামাল ও মোস্তাফিজুর রহমান খান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আর সোবহান।
গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ সংশ্লিষ্ট গ্রুপের অন্য সব ব্যবসার ঋণের বিষয়ে তথ্য সরবরাহ করাসহ কয়েকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান এ রিট মামলা আদালতে আনেন।
তার আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়।
গত ৫ সেপ্টেম্বর হাই কোর্ট ওই আদেশে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান দেখাশোনা করতে ছয় মাসের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ এবং এই গ্রুপের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।
একইসঙ্গে আদালত সালমান এফ রহমান বিভিন্ন ব্যাংক থেকে যত টাকা নিয়েছেন, তা উদ্ধার করতে এবং বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনার নির্দেশ দেয়, যা বাংলাদেশ ব্যাংককে বাস্তবায়ন করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে এসে স্থগিতাদেশ চায় বেক্সিমকো। শুনানি শেষে চেম্বার বিচারপতি কোনো আদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সালমান এফ রহামন। প্রায় ১০০০ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের এই ভাইস চেয়ারম্যানসহ ২৮ জনের বিরুদ্ধে সম্প্রতি ১৭টি মামলা করেছে সিআইডি।
গ্রুপটির বিরুদ্ধে প্রায় ৩৩ হাজার ৪৭০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে আলাদা অনুসন্ধান চালাচ্ছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
ইতোমধ্যে হাই কোর্টের নির্দেশনা মেনে বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক বা ‘রিসিভার’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রুহুল আমিনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতার পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে কারাগারে থাকা সালমান এফ রহমানের মালিকানাধীন গ্রুপের আর্থিক ব্যবস্থাপনা তদারকিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে তার ওপর।
গত রোববার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় বেক্সিমকোতে রিসিভার নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
পুরনো খবর
বেক্সিমকোতে তত্ত্বাবধায়ক বসাল কেন্দ্রীয় ব্যাংক
বেক্সিমকোতে রিসিভার বসবে? সিদ্ধান্ত দেবে আপিল বিভাগ
বেক্সিমকোর সম্পদ দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের লিখিত আদেশ প্রকাশ