বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভিয়েরা।
Published : 08 Apr 2024, 08:41 PM
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে সোমবার তিনি কাশিমপুরে বেক্সিমকো এবং কালিয়াকৈরে স্কয়ারের কারখানা পরিদর্শন করেন।
বেক্সিমকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউরো ভিয়েরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পৌঁছালে তাকে স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সৈয়দ নাভেদ হোসেন।
পরিদর্শনে গিয়ে উন্নতমানের টেক্সটাইল, গার্মেন্ট তৈরি, বিশ্বের ‘সবচেয়ে বড় টেকসই ওয়াশিং প্ল্যান্টের কার্যক্রমের মাধ্যমে বেক্সিমকো’র উৎপাদন ব্যবস্থা, সর্বশেষ যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার দেখে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী অভিভূত হন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশে ব্রাজিলের তুলার ব্যবহার এবং ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বাড়ানোর উদ্যোগ নিয়ে পরিদর্শনের সময় আলোচনা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এদিন গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শনে গেলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।
বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন মাউরো ভিয়েরা।
কারখানাটি মানসম্পন্ন, পরিশীলিত এবং আধুনিক বলে মন্তব্য করে তিনি সাংবাদিকদের বলেন, “এটা কেবল এই দেশের জন্য নয়, সারাবিশ্বের জন্যও উদাহরণ। আমাদের সামনে যে সম্ভাবনা আছে, সেটার পরীক্ষা-নিরীক্ষা করতেই আমি এই পরিদর্শনে এসেছি।”
স্কয়াল ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, “তিনি এসেছেন বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক উন্নয়নের জন্য। আমাদের যেটা লক্ষ্য ব্রাজিলে ওষুধ রপ্তানি করা। সেই লক্ষ্যে বড় অগ্রগতি হলো।”