“এই বিনিয়োগ ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করবে,” বলেন সিটি ব্যাংকের মাসরুর আরেফিন।
Published : 27 Nov 2024, 06:51 PM
এসএমই শিল্পের উন্নয়নে বেসরকারি সিটি ব্যাংকে ৫ কোটি ডলার ডলার বিনিয়োগ করেছে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
সিটি ব্যাংক বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি তাদের প্রধান কার্যালয়ে এ ব্যাপারে চুক্তি সই হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইএফসির এই বিনিয়োগের মাধ্যমে সিটি ব্যাংক এসএমই খাতে বিনিয়োগের ঘাটতি পূরণ করে নতুন ঋণ দিতে পারবে, বিশেষ করে যারা আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত। এসএমই অর্থায়নকে শক্তিশালী করার মাধ্যমে বিবিধ কর্মপ্রক্রিয়া টিকে থাকবে ও গতিশীল হবে। এর ফলে কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতির মূল খাতগুলোও বিস্তৃত পর্যায়ে সহায়তা পাবে।”
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, “এই বিনিয়োগ ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে এবং বাংলাদেশের ভবিষ্যতে বৃহৎ ভূমিকা পালন করতে সাহায্য করবে।”
আইএফসির ‘রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ অ্যালেন ফরলেমু বলেন, “বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষুদ্র ব্যবসা অপরিহার্য। এদের উৎসাহ প্রদানের মাধ্যমে আমরা সকলের অর্থনৈতিক অংশগ্রহণ উন্নত করা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সমর্থন করা এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করায় অবদান রাখব।”
চুক্তি সই অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান উপস্থিত ছিলেন।