ঈদের আগে বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন ও উৎসব ভাতার টাকা পরিশোধ করতে এই সিদ্ধান্ত।
Published : 27 Mar 2025, 05:55 PM
ঈদের আগে বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন ও উৎসব ভাতার টাকা পরিশোধ করতে শুক্রবার খোলা থাকছে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক।
সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক শুক্রবার খোলা রাখার নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার সার্কুলার জারি করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, “অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুরোধে ওই চারটি ব্যাংক শুক্রবার খোলা রাখতে বলা হয়েছে। শুধু এমপিও সংশ্লিষ্ট শাখাগুলো, না সব শাখা খোলা রাখা হবে–তা ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।”
সার্কুলারে শুক্রবার ছুটির দিন সীমিত পরিসরে, সীমিত লোকবলের মাধ্যমে ওই চার ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
জনতা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার পেয়েছি। শুক্রবার আমাদের জেলা পর্যায়ের প্রধান শাখাগুলো খোলা থাকবে। শিক্ষক-কর্মচারীরা ওই শাখাগুলো থেকে টাকা তুলতে পারবেন।
“আর বিভাগীয় কার্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি গুরুত্বপূর্ণ কোনো শাখা খোলা রাখার প্রয়োজন হয়, তারা সে বিষয়ে ব্যবস্থা নেবে।”
বৃহস্পতিবার দুপুরে ২০ হাজারের বেশি এমপিওভুক্ত স্কুল-কলেজের পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা ছাড় হয়। তবে বিকাল পর্যন্ত অ্যাকাউন্টে টাকা আসেনি বলে জানিয়েছেন বেশিরভাগ শিক্ষক।
এর মধ্যে ঈদ উপলক্ষে শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংকগুলো। ফলে বেশিরভাগ শিক্ষক-কর্মচারী ঈদের আগে বেতন-ভাতা পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
৯ হাজার ১০২টি মাদ্রাসার এমপিওভুক্ত ১ লাখ ৭৯ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন ও উৎসবভাতার টাকা হাতে পেয়েছেন। টাকা পেয়েছেন ২ হাজার ২২২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও।
বাংলাদেশ শিক্ষক ফোরামের (বাশিফ) সভাপতি পাবনার সুজানগরের খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ রাজু বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সোনালী ব্যাংকের এমপিও অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি। যতদূর শুনেছি ২০% শিক্ষকের বেতন-ভাতা এসেছে।
“শুধু জনতা ব্যাংকে যাদের এমপিওর অ্যাকাউন্ট তাদের টাকা ঢুকেছে। বাকিদের অ্যাকাউন্টে এখনও ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতার টাকা আসেনি।”
নওগাঁর পত্নিতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক অহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকিং সময় পার হয়ে যাওয়ার পর ৫টার দিকে আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এ টাকা হয়ত ঈদের আগে তুলতে পারব না।”
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি আলী ডিগ্রি কলেজের প্রভাষক শান্ত আলী বৃহস্পতিবার বিকালে টাকা পেয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর দেড়টার দিকে বেতন ও উৎসব ভাতার টাকা অ্যাকাউন্টে আসে। ব্যাংক বন্ধ হওয়ার আগে তুলতে পেরেছি।”
ঈদের আগেই বেতন ও উৎসব ভাতা টাকা স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে শুক্রবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিতে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এ বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকা ছাড় হলেও বিকাল পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে টাকা যায়নি। তাই তারা বৃহস্পতিবার বিকাল পর্যন্ত টাকা তুলতে পারেননি।”