“দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা, শ্রম পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাথে তারা কাজ করতে চায়।”
Published : 26 Feb 2024, 02:50 PM
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করতে চায় যুক্তরাষ্ট্র।
তার ভাষ্য, “দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা, শ্রম পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাথে তারা কাজ করতে চায়।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লাউবাখেরের নেতৃত্বে বাংলাদেশে আসা প্রতিনিধিদলের সম্মানে রোববার রাতে গুলশানে সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানের পর সালমান এফ রহমান সাংবাদিকদের সামনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বক্তব্য দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন। সেখানে তিনি (জো বাইডেন) বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে চান এবং নতুন অধ্যায় শুরু করতে চান। বাংলাদেশ সফরত প্রতিনিধি দলটি একই কথা বলেছে।
“যুক্তরাষ্ট্র তাদের ডেভেলপমেন্ট ফাইন্যান্স প্রোগ্রামে (ডিএসপি) আমাদের যুক্ত করতে চায়। সেজন্য তারা কয়েকটি শর্তের কথা বলেছে। এগুলো শিগগিরই জানাবে। তাদের সঙ্গে চলমান প্রকল্পসমূহ অব্যাহত থাকবে।”
মিয়ানমার পরিস্থিতি নিয়েও প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে সালমান বলেন, “আমেরিকাও চায় রোহিঙ্গারা সসন্মানে নিজ দেশে ফিরে যাক। সেই সাথে তাদেরকে সাময়িক আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে, তার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রতিনিধিরা। রোহিঙ্গাদেরকে তারা আরও সহযোগিতা করতে চায়।”
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্র মন্ত্রী আফরিন আখতারও নৈশভোজে উপস্থিত ছিলেন।