১১টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ২৮ জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
Published : 23 Jun 2024, 07:48 PM
ইসলামিক ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) কার্যালয়ে ‘ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণ ও অধিগ্রহণ’ শীর্ষক এ কর্মশালা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইবিসিএফ।
আইবিসিএফের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ইউনিয়ন ব্যাংকের ভাইস-চেয়্যারম্যান মোল্লা ফজলে আকবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোশাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান ও যমুনা ব্যাংক পিএলসির অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, মিউচুযাল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. ফরিদউদ্দিন আহমেদ।
১১টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ২৮ জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মশালায় অংশগ্রহণ করেছেন।