এ বছর তারা মোট ৩৮টি পুরস্কার অর্জন করেছে।
Published : 29 Aug 2024, 06:06 PM
ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডের ‘ইসলামিক ব্যাংক অব দি ইয়ার’ হিসেবে পুরস্কৃত হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশ। বহুজাতিক ব্যাংকটির ইসলামি উইংটি ‘বেস্ট ইসলামিক এসএমই ব্যাংক’ ও ‘বেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক’র স্বীকৃতিও পেয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানিয়েছে, ‘দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস’ সেরা ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো্কে ইসলামী ব্যাংকিং খাতে ভূমিকার জন্য স্বীকৃতি দেয়।
এ বছর ‘সুকুক অ্যাডভাইজার অব দি ইয়ার’ ও ‘বেস্ট ইসলামিক ব্যাংক ফর ডিজিটাল ইনোভেশন’সহ বিভিন্ন দেশে মোট ৩৮টি পুরস্কার অর্জন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ডই একমাত্র আন্তর্জাতিক ব্যাংক যা ইসলামিক ব্যাংকিংয়ের অধীনে সব ধরনের পণ্য ও পরিষেবা দিচ্ছে।
“বাংলাদেশে আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী নৈতিক ও স্বচ্ছ আর্থিক সমাধান প্রদানের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোত্তম শরিয়াহ সম্মত আর্থিক সেবা প্রদানে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত রয়েছে।”