অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর কয়েকটি জাতীয় পত্রিকায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন দেয় বিভিন্ন কোম্পানি।
Published : 09 Aug 2024, 09:20 PM
অভিনন্দন বা অন্যান্য বিজ্ঞাপনে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তার দপ্তর।
শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বৃহস্পতিবার রাতে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ওই রাতেই কয়েকটি জাতীয় পত্রিকায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন দেয় এসআলম গ্রুপ, গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংকসহ আরও অনেক কোম্পানি।
সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহারে নিষেধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।