অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের প্রত্যাহারের আদেশ দিয়েছে।
Published : 09 Oct 2024, 11:59 PM
রাষ্ট্রায়ত্ব বেসিক ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে দুই চেয়ারম্যানকে সরিয়েছে সরকার।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের প্রত্যাহারের আদেশ দিয়েছে।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক আবুল হাসেমকে প্রত্যাহারের কথা বলেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল হাসেম ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম দফায় বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হন। দ্বিতীয় দফায় ২০২৩ সালের নভেম্বরে তিন বছরের জন্য তিনি নিয়োগ পান।
তবে গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে ব্যাপক রদবলের মধ্যে মেয়াদ শেষ হওয়ার আগে তাকেও সরানো হল।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের নিয়োগ বাতিল করে সরকার। ওই পদে এখনও নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটির দুই শীর্ষ পদ এখন শূন্য।
পৃথক আরেক আদেশে কৃষি ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে মো. নাসিরুজ্জামানকে প্রত্যাহারের কথা বলা হয়েছে।
২০২০ সালের ডিসেম্বরে তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান নাসিরুজ্জামান। ওই মেয়াদ শেষে গত জানুযারিতে দ্বিতীয় দফায় নিয়োগ পেয়েছিলেন। তবে সরকার পতনের প্রেক্ষাপটে নয় মাসের মাথায় তাকে প্রত্যাহার করা হল।