টানা তিন মাস ধরে এলপিজির দাম প্রায় একই রয়েছে।
Published : 03 Dec 2024, 04:57 PM
আন্তর্জাতিক বাজারে তারতম্য না হওয়ায় আগের মাসের দামেই ডিসেম্বরে মিলবে এলপিজি।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত মূল্যে দেখা যায়, বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নভেম্বর মাসের মতো ১৪৫৫ টাকা ঠিক করা হয়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, টানা তিন মাস ধরে এলপিজির দাম প্রায় একই রয়েছে। ডিসেম্বর ও নভেম্বর মাসের জন্য প্রতিকেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ১২১ টাকা ২৫ পয়সা; যেখানে অক্টোবরে এই দর ছিল ১২১ টাকা ৩২ পয়সা। তাতে ১২ কেজির সিলিন্ডারের দাম মাত্র ১ টাকা হেরফের হয়েছে।
নতুন নির্ধারিত মূল্যহার অনুযায়ী অন্যান্য পরিমাণের সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে।
ডিসেম্বর ও নভেম্বরে যানবাহনের জন্য ব্যবহৃত অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৮১ পয়সা। অক্টোবর মাসে এই দাম ছিল ৬৬ টাকা ৮৪ পয়সা।
আর রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের প্রতিকেজির দাম ১১৭ টাকা ৪৩ পয়সা ঠিক করা হয়েছে, যা অক্টোবরে ছিল ১১৭ টাকা ৪৯ পয়সা।
সৌদি আরমকোর ঘেষিত মূল্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে অক্টোবর মাসে এলপিজির মিশ্রণ প্রোপেন ও বিউটেনের দাম ছিল প্রতিটন ৬২১ দশমিক ৭৫ ডলার। নভেম্বরের মতোই ডিসেম্বরেও তা ৬৩১ দশমিক ৭৫ ডলার ঠিক করা হয়েছে।