সভায় খায়রুল আলম চৌধুরীকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ করা হয়। এছাড়া ফজলুর রহমানকে পরিচালক, রমেন্দ্র নাথ বসাককে স্বতন্ত্র পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়।
Published : 13 Jun 2024, 05:58 PM
এবি ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালে সমাপ্ত বছরের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরীর সভাপতিত্বে বুধবার ঢাকার সেনা মালঞ্চে এই সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ পরিচালক ও শেয়ারহোল্ডাররা সভায় অংশ নেন। অনেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তাতে যোগ দেন।
সভায় খায়রুল আলম চৌধুরীকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ করা হয়। এছাড়া ফজলুর রহমানকে পরিচালক, রমেন্দ্র নাথ বসাককে স্বতন্ত্র পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়। মাকসুদুল হক খান পরিচালক পদ থেকে অবসরে যান।
সভায় পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২৩ গৃহীত হয়। ২০২৪ সালের জন্য এমএম রহমান অ্যান্ড কোং-কে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ অ্যান্ড কোং-কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সাল শেষে এবি ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫০১ কোটি টাকা, নিট মুনাফা হয়েছে ৭২ কোটি টাকা এবং শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৭ টাকায়।