দেশের সাত জেলার ৫৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘরে বসেই সরকারি প্রণোদনার অর্থ বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন।
Published : 06 Feb 2025, 06:43 PM
দেশের বন্যাকবলিত এলাকার এক লাখ ৩৪ হাজার কৃষকের হাতে কৃষি মন্ত্রণালয়ের সরকারি প্রণোদনার অর্থ পৌঁছে দিচ্ছে বিকাশ।
বৃহস্পতিবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাত জেলার ৫৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘরে বসেই সরকারি প্রণোদনার অর্থ বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণোদনার অর্থ কৃষকরা তাদের পছন্দের এমএফএস অ্যাকাউন্টে গ্রহণের পাশাপাশি নিকটবর্তী এজেন্ট পয়েন্ট থেকে হ্রাসকৃত চার্জ ৭টাকায় ক্যাশআউট করার সুবিধা পাচ্ছেন।
গত বছরের আকস্মিক বন্যায় চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হন বহু কৃষক।
বিকাশ বিলছে, কৃষি মন্ত্রনালয় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে এমএফএস-এর মাধ্যমে এক হাজার টাকা করে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়। ক্ষতি পুষিয়ে উঠতে এসব কৃষককে বীজ ও সার প্রদানের পাশাপাশি প্রণোদনার অর্থ উৎপাদনের ধারাবাহিকতায় সাহায্য করবে।
এক লাখ ৩৪ হাজার কৃষক সরকারি প্রণোদনার অর্থ বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করতে চেয়েছেন বলেও দাবি করেছে বিকাশ।