মডেল হয়েছেন চিত্রনায়ক রিয়াজ।
Published : 23 Jan 2024, 06:24 PM
সাতাশ বছর আগে তুমুল সাড়া ফেলা ‘পড়ে না চোখের পলক’ গানটিকে নতুন আঙ্গিকে হাজির করেছে বার্জার পেইন্টস।
নতুন এক বিজ্ঞাপনে ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমার গানটি ব্যবহার করার কথা জানিয়েছে কোম্পানিটি।
বার্জার পেইন্টস জানিয়েছে, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয় করেছিলেন রিয়াজ। এ চিত্রনায়কই মডেল হয়েছেন নতুন বিজ্ঞাপনচিত্রে। মূল গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর।
বার্জার পেইন্টসের বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে লাফিং এলিফেন্ট প্রোডাকশন্স।