“এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্ব এসেছি, অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা ছাত্র-জনতার ম্যান্ডেট পূরণে সাধ্যমতো চেষ্টা করব।”
Published : 10 Aug 2024, 04:40 PM
শিল্প খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগকে দুর্নীতিমুক্ত করার জন্য কঠোর হওয়া ছাড়া আর কোনো পথ সামনে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, “জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে, এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্ব এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে আমাদের কঠোর হওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা ছাত্র-জনতার ম্যান্ডেট পূরণে সাধ্যমতো চেষ্টা করব।”
শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প ভবনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন আদিলুর রহমান খান।
এ সময় তিনি জানিয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন সার কারখানাগুলো চালু করার জন্য এবং বিভিন্ন শিল্পনগরীগুলো উৎপাদনে নেওয়ার জন্য গ্যাস সংকটের সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে।
শেখ হাসিনার সরকার পতনের পর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেয়।
আর কী কী বিষয় মন্ত্রণালয়ের অগ্রাধিকারে নেওয়া হবে জানতে চাইলে আদিলুর রহমান খান বলেন, “আমাদের এখানে পরিবেশবান্ধব কিছু কাজ করার ব্যাপারে চেষ্টা আছে। যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাত শিল্প, ওইটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিবেশবান্ধব অবস্থায়। জাহাজ শিল্পের ক্ষেত্রেও যেন এই পরিকল্পনাটা থাকে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।
“আমরা প্রত্যেকদিনই বসব এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, আমরা করব। এখানে আমাদের কিছু আন্তঃমন্ত্রণালয়গত আলোচনা আছে এই কাজগুলো করার ক্ষেত্রে।”
এক প্রশ্নে শিল্প উপদেষ্টা বলেন, “গ্যাস সংকটের কারণে বিদেশ থেকে যে সার আমদানি করতে হয়, এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি। যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা এড্রেস করতে পারি। দুর্বল শিল্পখাতগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করছি।
“পোশাক কারখানাগুলোও একই সমস্যার কারণে যথাসময়ে পণ্য ডেলিভারি করতে পারছে না; এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে কাজ করা হবে।”
এসময় অন্যদের মধ্যে উপদেষ্টার সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।