শিল্প স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখায় তাকে এ পুরষ্কার দেওয়া হয়।
Published : 12 Nov 2023, 07:18 PM
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘আইকনিক বিজনেস লিডার’ সম্মাননা পেয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ. (রুমী) আলী।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩’ স্পেশাল ক্যাটাগরিতে ‘আইকনিক বিজনেস লিডার’ হিসেবে এ সম্মাননা পান মোস্তফা কামাল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিযেছে এমজিআই।
এতে বলা হয়, শিল্প স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা পালনের জন্য তাকে এ পুরষ্কার দেওয়া হয়।
দেশের অর্থ ও বাণিজ্য খাতে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এবারই প্রথম ‘আইকনিক বিজনেস লিডার’ এর স্পেশাল ক্যাটাগরিটি যুক্ত করেছে বিবিএফ। মেঘনা গ্রুপের মোস্তফা কামালকে পুরস্কার প্রদানের মাধ্যমে এ ক্যাটাগরির সূচনা হল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে জানানো হয়, বর্তমানে দেশে এমজিআই এর ৫৪টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। ভোগ্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন ভারি শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ রয়েছে শিল্পগ্রুপটির।