গত ৩০ মে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। এরপর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
Published : 05 Jun 2024, 08:45 PM
ঈদুল আজহায় ‘শপ বিগ উইন বিগ’ ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশীয় জুতোর ব্রান্ড এপেক্স।
এই ক্যাম্পেইনের আওতায় একদিনে ১৭০০ টাকার বেশি কেনাকাটা করলে এয়ার অ্যাস্ট্রা, মানা বে, স্টার সিনেপ্লেক্স এবং আল হারমাইনের পক্ষ থেকে উপহার পাওয়ার সুযোগ থাকছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এপেক্স জানিয়েছে, গত ৩০ মে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। এরপর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এপেক্স জানিয়েছে, এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে ক্রেতাকে এপেক্স রিওয়ার্ড ক্লাবের সদস্য হতে হবে। এপেক্সের যেকোনো স্টোর কিংবা অনলাইনে www.apex4u.com থেকে সর্বনিম্ন ১৭০০ টাকার কেনাকাটা করলে এই ক্যাম্পেইনের অংশ হওয়া যাবে।
এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে ক্যাম্পেইনের সর্বোচ্চ মূল্যের ক্রেতা পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা, দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ক্রেতা ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রাউন্ড ট্রিপ টিকেট পাবেন।
পরবর্তী পাঁচজন আল হারমাইনের পক্ষ থেকে পারফিউম পাবেন। এরপরের দুজন ক্রেতা মানা বে ওয়াটার পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। আর মানা বে দিচ্ছে পরবর্তী ২ সর্বোচ্চ মূল্যের ক্রেতাদের ফ্রি এন্ট্রি টিকিট। আর পরবর্তী ১০ সর্বোচ্চ মূল্যের ক্রেতা পাবেন স্টার সিনেপ্লেক্সের ফ্রি টিকেট।