অভিযানে প্রচুর অবৈধ বিড়ি, সিগারেট ও তামাক পণ্য জব্দের কথা বলেছে এনবিআর।
Published : 12 Feb 2025, 09:51 PM
অবৈধ বিড়ি-সিগারেট ও তামাক জাতীয় পণ্যের সয়লাব ঠেকাতে গত ১০ দিনে সারা দেশে ১০৭টি অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য তুলে ধরা হয়।
এর ফলে বাজারে অবৈধ সিগারেট, বিড়ি ও তামাক জাতীয় পণ্যের পরিমাণ কমার পাশাপাশি ভ্যাট পরিশোধিত বৈধ পণ্যের চাহিদা তৈরি হওয়ার কথা বলছে কর আদায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভ্যাটের প্রায় ২৫ শতাংশ আসে সিগারেট, বিড়ি ও তামাক জাতীয় পণ্য থেকে। দেশে বিভিন্ন ব্র্যান্ডের দেশি ও বিদেশি অবৈধ সিগারেট, গুল, জর্দা ও সমজাতীয় তামাকপণ্য ব্যাপক হারে বিক্রি হচ্ছে।
“এতে জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি এনবিআরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তাই অবৈধ তামাকজাতীয় পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এনবিআর।”
অভিযানে প্রচুর অবৈধ বিড়ি, সিগারেট ও তামাক পণ্য জব্দের কথা বলেছে এনবিআর।