বিজয়ীদের স্মার্টফোন পুরস্কার দেওয়া হয় এবং অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে দেখা করার সুযোগ পান।
Published : 18 May 2024, 07:51 PM
‘ইভা ড্যান্স উইথ পূর্ণিমা’ প্রতিযোগিতায় একজন বিজয়ী এবং দুইজন রানার আপ নির্বাচিত হয়েছেন।
ঢাকার গুলশানের সিক্স সিজন্স হোটেলে সম্প্রতি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস।
নারকেল তেলের ব্র্যান্ড ‘ইভা’ সম্প্রতি ফেইসবুক ও টিকটকে প্রতিযোগীদের নাচের ভিডিও পোস্ট করার এ প্রতিযোগিতার আয়োজন করে।
ইভার ফেইসবুকে পেইজে গত ৭ মে বিজয়ী হিসেবে লুবাবা বিনতে ইউসুফ লগ্ন এবং ফার্স্ট ও সেকেন্ড রানার আপ হিসেবে শুভশ্রী চাকমা ও নূর জাহান বিজয়ী হয়। এছাড়া বিজয়ীরাসহ চূড়ান্ত পর্যায়ের শর্টলিস্ট থেকে সুলতানা স্বর্ণ, রুহী, মিতু ইসলাম, সোহানা হোসেন তুবা ও মিথিলা তাদের পছন্দের তারকা পূর্ণিমার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক যুগেরও বেশি সময় ধরে হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন পণ্য উদ্ভাবন করে আসছে। এবার তারা নিয়ে এসেছে ‘ইভা হেয়ার অয়েল’।
এতে দাবি করা হয়, এটি বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ নারকেল তেল। খুব অল্প সময়ে ‘ইভা’ দেশের বাজারে সাড়া ফেলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইভা ড্যান্স উইথ পূর্ণিমা’ প্রতিযোগিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও ফেইসবুকে সাড়া ফেলেছে। ব্যাপক সংখ্যক পাঠানো নাচের ভিডিও থেকে নির্বাচিত প্রথম স্থান অর্জনকারী বিজেতার হাতে আইফোন এবং ফার্স্ট ও সেকেন্ড রানার আপের হাতে স্মার্টফোন তুলে দেন অভিনেত্রী পূর্ণিমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন সিদ্দিকী, হেড অব মার্কেটিং তুষার কুমার কর্মকার।
পূর্ণিমা বলেন, এমন একটি প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবানদের জন্য সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার ইভাকে ধন্যবাদ দেন।