গেল ৯ জানুয়ারি ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করে এনবিআর।
Published : 22 Feb 2025, 05:09 PM
এসিআই গ্রুপের রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’তে কেনাকাটায় অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট তুলে নেওয়া হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “আগে সুপারশপে ৫ শতাংশ যে ভ্যাট ছিল, সেটা সবার জন্য বাড়তি একটা খরচ ছিল। এখন সেই অতিরিক্ত খরচ আর থাকবে না। আশা করছি, এতে করে বাজার ব্যবস্থায় একটা সমতা আসবে।”
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক আদেশে সুপারশপে কেনাকাটায় বাড়তি মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট উঠিয়ে দেয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সংক্রান্ত নতুন আদেশের ফলে পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে যা লেখা থাকবে তা পরিশোধ করলেই হবে।
তার আগে সুপারশপে কেনাকাটায় বাড়তি সাড়ে ৭ শতাংশ ভ্যাট নেওয়া হত।