পূর্বাচলে নতুন ক্যাম্পাসে পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

বিদ্যুৎখাতের পেশাজীবীদের উচ্চতর প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশে পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা বিপিএমআই এর নতুন ক্যাম্পাস আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 05:36 PM
Updated : 2 May 2019, 05:36 PM

বৃহস্পতিবার পূর্বাচলের কাঞ্চন ব্রিজের কাছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোর একটি ভবনে নতুন এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এক বছর আগে চালু হওয়ার পর ঢাকার আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনে প্রশিক্ষণ দিয়ে আসছিল বিপিএমআই।

প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রেক্টর মাহবুবুল আলম জানান, চালু হওয়া পর গত এক বছরে এই ইনস্টিটিউট থেকে ৯টি সুনির্দিষ্ট বিষয়ের ওপর ১৪টি ব্যাচে ৪৬৮ জন প্রশিক্ষণ নিয়েছেন।

উৎপাদন, সঞ্চালন, নবায়নযোগ্য জ্বালানি, বিতরণ, নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হতে শুরু করে বিদ্যুতের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রতিষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ সেক্টরকে ভবিষ্যতে দেশ ও দেশের বাইরে কাজের জন্য উপযোগী কর্মশক্তি প্রস্তুত করতে হবে। সেজন্য এধরনের প্রশিক্ষণ কেন্দ্র খুবই সময়োপযোগী পদক্ষেপ।

প্রচলিত পদ্ধতিতে প্রশিক্ষণ না দিয়ে অবস্থা ও প্রয়োজন অনুসারে প্রশিক্ষণের ধরন পরিবর্তন করা যায় কি না, সংশ্লিষ্টদের তা খতিয়ে দেখার পরামর্শও দেন তিনি।

“শুধু কোর্সনির্ভর প্রশিক্ষণ থেকে বেরিয়ে এসে, সমস্যাভিত্তিক ও সেক্টরভিত্তিক জ্ঞানকে পরস্পরের মধ্যে আদান-প্রদানের মাধ্যমে দক্ষতার উন্নয়নের লক্ষ্যে কোনো পদ্ধতি চালু করা যায় কি না, সেটা ভাবা যেতে পারে। একে প্রশিক্ষণ না বলে নলেজ এনহেন্সড প্রোগ্রাম বা জ্ঞানের উৎকর্ষ সাধন কর্মসূচি বলা যেতে পারে,” বলেন তিনি।

বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শহীদ সরওয়ার, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মঈন উদ্দিন, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ বক্তব্য রাখেন।