সবমিলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাইয়ের শোরুমের সংখ্যা দাঁড়াল ১৪৬।
Published : 28 Nov 2023, 04:38 PM
ঢাকার মগবাজারে বিক্রয়কেন্দ্র চালু করেছে প্রাণ-আরএফএল গ্রুপের মিষ্টি ও বেকারি পণ্যের রিটেইল চেইনশপ ‘মিঠাই’।
সম্প্রতি মগবাজারের শহিদ তাজউদ্দীন আহমদ সরণিতে মিঠাইয়ের নির্বাহী পরিচালক অনিমেষ সাহা শোরুমটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনিমেষ সাহা বলেন, মিষ্টান্ন ব্র্যান্ড হিসেবে মিঠাই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
“ক্রেতারা এখন মিষ্টির পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্যসম্মত বেকারি পণ্যের জন্য মিঠাই শোরুমকে বেছে নিয়েছেন। এজন্য মিঠাই শোরুমে ফ্রেশলি বেকড ফাস্ট ফুড চালু করা হয়েছে। এটিও ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাইয়ের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম, হেড অব অপারেশন কাজী সাইফুল ইসলাম।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাইয়ের ১৪৬টি শোরুম চালু রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।